রবীন্দ্রসঙ্গীতের উদীয়মান নক্ষত্র, দুই বাংলার জনপ্রিয় শিল্পী পৌলমী গাঙ্গুলী এখন ঢাকায়। পরিচয়ে পশ্চিম বঙ্গের হলেও মা শ্রীমতী পাপড়ি গাঙ্গুলীর জন্ম কিন্তু রাজশাহীতে, আর বাবা কমল গাঙ্গুলী ছিলেন টাঙ্গাইলের হেমনগরের জমিদারপুত্র। বাংলাদেশের সঙ্গে পৌলমীর নাড়ীর যোগ। এলাহাবাদ থেকে সঙ্গীত প্রভাকর আর পরীক্ষক ডিগ্রী প্রাপ্ত পৌলমীর রবীন্দ্রসঙ্গীতে তালিম মায়া সেনের কাছে। বর্তমান প্রজন্মের যে কয়েকজন শিল্পী রবীন্দ্রসঙ্গীতে জনপ্রিয়তার শীর্ষে, পৌলমী তাঁদের একজন। ঢাকায় ব্যস্ততম সপ্তাহ কাটাবেন এবার। আসছে শুক্রবার ২৪ জুলাই সন্ধ্যায় রেডিওভুবন স্টুডিওতে তাঁকে নিয়ে হতে পারে জমজমাট আড্ডা, নজর রাখুন। শীঘ্রই জানবেন।